বৃষ্টি রানীর রুনাই
-------------------
রুনাই,
আজ তোর জন্য একটি কবিতা লিখলাম
এটি রিফুর মত রঙিন সুতায় জড়িয়ে রবে
তোর ছেঁঁড়া আঁচলের ভাজে ভাজে ;
ঐ অাঁচলে চোখ মুছেতে মুছতে
হঠাৎ দেখবি চোখের পাতা ভরে গেছে
হাজার রঙিন স্বপ্নের কারুকাজে ।।


আজ তোর জন্য একটি নতুন গান বাঁধলাম
সুরও সাধলাম ঘুম ভাঙানোর সুরে ;
নাইবা ডাকলো তোরে পাখি, না উঠলো রবি
তোর ঘরটি এমনি সুরেই উঠুক ভরে ।।


রুনাই,
আজ তোর জন্য একটি নদীর ছবি আঁকলাম
এঁঁকে বেঁঁকে যে নদী মিশেছে অনেক দূরে, সাগরে
কলকল করে জল বইবে বুকের গভীরে ;
ইচ্ছে গুলো নাও ভাসাবে, হাসির স্রোত বইবে
নদীতে ঢেউ খেলবে তোর ছোট্টবেলার স্বপ্ন
তুই এখানেই খুঁজে পাবি তোর মন মাঝিরে ।।


আজ তোকে নিয়ে যাবো নীল পাহাড়ের দেশে
ভুলেই যাবি তোর সকল অভিমান ;
চিরকাল শুধু আকাশটাকেই নীল ভেবেছিস
আজ তোকে শোনাবো ঝরনার যত গান ।।


রুনাই,
আজ আমি শুধু তোর জন্য মেঘ ধরেছি বুকে
ডাকলেই বৃষ্টি হয়ে ঝরবো তোর ঘরে
ধুয়ে দেবো তোর জমানো সকল বিষণ্নতা
চৈত্রের দুপুরেও গায়ে লাগবে মৃদু ঠাণ্ডা বাতাস
উঠোন জুড়ে খেলবে তোর মেঘবালিকা মন
জেগে উঠবে ঝরা পাতার বনে নতুন পাতা ।।


আজ আমি তোর শূন্য বাগানে ফুল হয়ে ফুটেছি
তোর খুশি উড়ুক প্রজাপতির পাখায় পাখায় ;
তোর বিরহী মন ভরে উঠুক ফুলের মৌ মৌ গন্ধে
গোলাপের পাপড়ি জড়িয়ে থাকুক তোর খোপায় ।।


২৬ জানুয়ারি ২০১৭
রুনাই, আমি তোর জন্য আর কিছুই করতে পারিনা;
যা লিখলাম তাও হতে পারিনা.....