স্বাধীনতা আমার বিদ্রোহী মন, নির্ভীক তেজস্বী প্রাণ
মেঘ ভেঙ্গে ঐ বৃষ্টি ঝরা, বজ্রপাতের আসমান ।।
স্বাধীনতা আমার ক্ষুধার্ত শিশুর, ললাটে স্নেহের স্পর্শ
ছেলেহারা মায়ের স্থম্ভিত মুখে, নতুন ভোরের হর্ষ ।।
স্বাধীনতা আমার রৌদ্র-তাপে, একফোটা জলের ছবি
বর্ণে বর্ণে আগুন ছড়ানো, বিদ্রোহী এক কবি ।।
স্বাধীনতা আমার দুহাত ভরে, মেহেদী আঁকার অধিকার
পাহাড় ফেঁড়ে সূর্য ওঠানো, শৃঙ্খল ভাঙ্গা কারাগার ।।
স্বাধীনতা বাবার কপালের ঘাম, মুখে সরস হাসি
গন্ধে-ছন্দে দোলে ওঠা ক্ষেতে, শস্য রাশি রাশি ।।
স্বাধীনতা আমার মাঝি মাল্লার, একমনে গান গাওয়া
বৃষ্টি-বাদলে খোলা রোদ্দুরে, সজোরে বৈঠা বাওয়া ।।
স্বাধীনতা আমার ফাগুন হাওয়া, শাড়ির ভাজে ভাজে
সাজানো বাগান-উঠান-বারান্দা, স্বপ্নের কারুকাজে
স্বাধীনতা আমার গোধূলী বেলা, গায়ে মাখা ধূলোবালি
দুঃখ রাতের সূর্যমুখি, চন্দ্রিমা একফালি ।।
স্বাধীনতা আমার বিপ্লবী নারী,  ক্ষিপ্র দুটি হাত
পৌরুষ দীপ্ত-আগ্নি চোখে,  রাঙিয়ে তোলা প্রভাত ।।
স্বাধীনতা আমার জন্মভূমিতে, নির্ভয়ে বসবাস
জীবন দানে ছিনিয়ে আনা, গৌরবের ইতিহাস ।।

১৮/৩/২০২১