বাংলা কবিতা আসরের সাহিত্য আড্ডা:১৩
আড্ডার কবি: কবি আফরিনা নাজনীন মিলি
সভাপতি: কবি জালাল উদ্দিন মুহম্মদ
সঞ্চালনায়: কবি মোহাম্মদ মোজাম্মেল হোসেন
এবারই আমি প্রথম বাংলা কবিতার আসরের অনুষ্ঠিত আড্ডায় অংশগ্রহণ করি। শুরু থেকে শেষ পর্যণ্ত প্রতিটি পর্ব বেশ অকর্ষণী ও উপভোগ্য ছিল আমার কাছে। পরস্পরের সাথে পরিচিতি, কবিদের কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ, গান গল্পে জমে উঠেছিল আসর। আসরের মূল আকর্ষণ ছিল বাংলা কবিতা আসরের প্রথম সাহিত্যপত্র আলোর মিছিল এর আত্মপ্রকাশ। নিয়মিত এই ধরণের অনুষ্ঠিত সাহিত্য আড্ডার মধ্য দিয়ে লেখকদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় হবে এবং নতুন নতুন লেখনির মাধ্যমে বাংলা সাহিত্যে প্রসিদ্ধ লাভ করবে।
লেখকের প্রতিটি শব্দই এক একটি আলোক বর্তিকা, যা মানব সমাজ ও সংস্কৃতিকে শুদ্ধ করবে, অচৈতন্যের আচ্ছন্নতাকে আলোকিত করবে, জ্ঞানে ও মননে সমৃদ্ধ করবে সকলকে।