সাহসী নারী
আমি সাহস করে প্রতিদিন তোমার সামনে এসে দাঁড়াতে চাই
শুধু বলতে চাই আমিও একজন মানুষ, নইতো শুধুই নারী ;
তোমার পথে আমি ধুলো হবো, পথের পাশের ফুলও হবো
আমি সজাতেও পারি তারা ঝলমল নক্ষত্রের একবাড়ি।।
আমি চাঁদ হয়ে উত্তাপ দিই শীতের রাত্রে উলঙ্গ ছেলেটি গায়ে
রোজ একটি চিঠি গুজে দিই কাগজ কুড়ানো মেয়েটির হাতে ;
আমি পথের পাশে অলসে ঘুমিয়ে থাকা পথিকের পাশে ঘুমাই
পথচলার জন্য আবারও তাকে জাগিয়ে ডেকেলই প্রভাতে।।
সাহস করে আমি প্রতিদিন বলতে চাই, আমিও তো মানুষ
রৌদ্র তাপে যখন পুড়ায় দেহ, যখন নিঃস্ব হয়ে পড়ের ইধুলিতে
নিমেষেই খসে পড়ে আমার ভয় আর নিরবতার আবরণ
তখন আমি বৃষ্টি হই কলুসতায় ছেয়ে যাওয়া বিভৎস নগরীতে।।
আমি জোনাকির সাথে ক্ষীন আলো জ্বালি চাঁদঢাকা রাতে
বিহঙ্গের মত নেচে বেড়ায় আমার সকল উচ্ছলতা
আমি গান গাই আর ঘুমঘুম চোখে জাল বুনি হাজার স্বপ্নের
সবুজের মায়া বিছিয়ে দিই যেখানে ঝরে শুকনো পাতা।।
যখন আমি অন্ধকার অলিগলিতে বাজিয়ে যাই বীষের বীণ
সারিসারি দল বেধে ছুটে আসে ঘুমন্ত নগরীর নারীরা সব
পথে ওৎ পেতে থাকা শকুনেরা ভয়ে বন্ধ করে ঘরের কপাট
আমার নির্জন পৃথিবী সহসাই জেগে উঠে, জাগে কলরব।।
আমি ক্ষুধার্ত শিশুর মুখে তুলে দিই একমুঠো ভাতের অন্ন
আমি শুনাতে পারি বৃষ্টির গান অভিমানে মেঘ জমা আকাশে
শীতের মৌসুমেও শ্রাবণের মেঘ ঢালি তৃষ্ণার্ত পাখির ঠোঁটে
আমি পলাশ শিমুলের গন্ধ বিলাই রোজ বসন্তের অবকাশে।।
আমি এমনি করে প্রতিদিনই তোমার সামনে দাঁড়াতে চাই
বলতে চাই আমি শুধুই মানুষ নই, আমি সাহসী এক নারী
পাথুরে বুকে ফুল ফোটাতে জানি, ভাঙতেও জানি অভিমানে
আমি দুর্দিনে হতেও পারি তোমার একলা পথের কাণ্ডারী।।
৮ মার্চ, ২০১৭
(সকল নারীকে শ্রদ্ধা জানাই)