শব্দের মিছিল
=========
চারিদিকে যখন ভীষণ প্রলয়,  মৃত্যুর আহাজারি
রুধিতে তারে গর্জে উঠে,  শব্দের তরবারি ।।
মরণ যদি হয়  অাঘাতে, তরবারি যায় ভেঙ্গে
শিখিয়ে যাবো তবু মন্ত্র,  লুটিয়ে পড়ার আগে ।।


দুগ্ধ শিশু কেঁদে মরে, নোংরা গলির পথে
কবিতা যেন ভাসে শোকে, ব্যথার অশ্রুপাতে ।।
একলা পথের বাতাস ভারি,  অভাগীর  আর্তনাদে
শকুনের ভয়ে আঁচল ঢেকে, শব্দ মিছিলে কাঁদে ।।


উৎকন্ঠায় রাত জাগে মা, ফিরেনি যে ঘরে ছেলে
বর্ণমালায় জোনাক যেনো, সেই পথে দীপ জ্বালে।।
কান্ত পথিক থমকে দাঁড়ায়,  হারায় পথের বাটে
একতারাতে বাউলের গান , পথিকের সাথে হাঁটে ।।


ঘুর্ণি ঝড়ে  উথাল নদী, হাল ভেঙ্গে যায় নায়ে
নৌকা এসে ভীড়ে তীরে , শব্দ কথার বায়ে ।।
ঘরে বাইরে সবখানেতে, শব্দের আনাগোনা
বধুর চোখে দেয় মুছিয়ে, বিষাদের আলপনা।।


আওয়াজ তুলে রাত প্রহরীর, দেয় ভাঙিয়ে ঘুম
শব্দ আবার  ঘুম পাড়িয়ে,  দেয় কপোলে চুম ।।
যেইখানেতে কালো রাত্রি,  বিষাদ ছায়ায় ঢাকা
গল্প কথার চাঁদের বুড়ির,  রাত্রি জেগে থাকা ।।


ঝোপের ধারে লুকিয়ে মানুষ, বন্য হয়ে ঘুরে
খোদার আসন কেঁপে উঠে, শব্দের হুংকারে ।।
যেইখানেতে ঘোর সংঘাত, রক্ত ঝরে বুকে
প্রতিবাদী শব্দ মিছিল, বেড়ায় দিকে দিকে ।।


১৩ আগষ্ট, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।