উদাসী মনে পথ চেয়ে থাকি বসে
কেউ একজন আসবে দিনের শেষে
নিয়ে যাবে সেই পুরনো শৈশবে ;
চোখের কোণে ঝাপসা স্মৃতির ভিড়
চেনা মুখগুলো করে তুলে অস্থির
হাজার স্বপ্ন ফেলে এসেছি কবে !!
নেই এখানে ধুলোমাখা সেই পথ
ওঠে না মেতে আষাঢ়ের সেই রথ
উঠোন জুড়ে নীরব পাখির গান;
আমার তো সাধ কবেই গেছে মরে
ইচ্ছে তবুও যায় হারিয়ে দূরে
চার দেয়ালে পুরনো স্মৃতির ঘ্রাণ।।
সারাটি দিন বুকের দক্ষিণ পাশে
পুরনো দিন আসে-যায় নিঃশ্বাসে
ছুটে বেড়াই শিকল বাঁধা পায়ে ;
আশায় আশায় যায় ফুরিয়ে সাঁঝ
গুছিয়ে রাখি দিনের সকল কাজ
কখন জানি উঠবো ফেরার নায়ে।।
আবার আমি ছুটবো মাঠের পর
আম কুড়াবো উঠবে যখন ঝড়
খেলার ছলে লুকিয়ে রবো বনে ;
সবাই যখন ফিরবে সাঁঝের বেলা
তখনও আমার শেষ হবেনা খেলা
হারিয়ে যাবো রাতের জোনাক সনে।।
ভাবনা আবার ফিরে ফিরে আসে
পুরনো স্মৃতি চার দেয়ালে ভাসে
ছড়িয়ে থাকে ফেলে আসা শৈশব;
আশায় থাকি কেউ কি নেবে ডেকে
ছুটিয়ে ঘোড়া আসবে পথের বাঁকে
সেদিনের মতই জাগবে কলরব।।
১৫ জুন ২০১৭
ঢাকা, বাংলাদেশ