স্বর্গলোকে যাত্রা
===========
ক্ষুদ্র জীবনভার কখন হবে অবসান
নিঃশেষিত প্রাণরস  বিয়োগ ধরাধাম
যজ্ঞসাজ পুষ্পপল্লবে সুবস্ত্র পরিধানে
স্তবেস্তবে জপি যেনো প্রভু তব নাম ।।


যখন লইবে ডেকে, দিনমান শেষে
দেহ সমাধী পরে আত্মার দেশাঁতরণ
ক্ষমিও অহম জাগুক আত্মানুভূতি
পূর্বস্মৃতি ভুলি লই তোমার স্মরণ ।।


অতঃপর সাঙ্গ সকল মিলন মেলা
ক্ষনিকের জাগতিক মোহ পরিহার
মলিন বসন ফেলি, মগ্ন রই ধ্যানে
স্বর্গলোকে উল্লাসে থাকি সবাকার ।।


ত্যাগিবো সকল লোক আত্মিয় স্বজন
ছুটবে যবে তরী পরম আত্মার টানে
রবো মনোরম ধামে দেব-দেবীসনে
দেহ ছাই উড়ে যাবে  উর্ধ্ব গগণে ।।


যতক্ষণ দেহে রস আয়ু ক্ষণকাল
রই যেনো সৎ - ভাব প্রফুল্ল চিত্তে
এইক্ষনে হীনকাজে হোক পরিতাপ
পরলোকে রই যেনো গীতি ও নৃত্যে ।।


ছাড়ি যেন আজিকার বিত্ত বৈভব
অতি দীনহীন  হই ভুলি রাজ্যসাজ
শুভ্র পরিধেয় থাকুক ক্ষনিক দেহে
নৈপূণ্য হোক আজ সকল কাজ ।।


৩০ জুলাই, ২০১৭
ঢাকা, বাংলাদেশ