নবজাতকের কান্না শুনে চমকে উঠি
এখনও ওর জন্য তৈরি হয়নি আবাস
যেখানে নিশ্চিন্তে বেড়ে উঠবে শিশু
হাসবে খেলবে, ফেলবে নিঃশ্বাস।


শিশুর চোখে অজানা ভয় আর বিস্ময়
এখনও রক্ত লেগে আছে তুলতুলে গায়ে
গর্বে শিশুর পিতা দোয়া মাগে দুইহাতে
হে খোদা এই শিশুটি বাঁচে যেন নির্ভয়ে।।


মাংসের গন্ধে ছুটে আসে নরপিশাচ
ওঁৎ পেতে থাকে যত শেয়াল কুকুর
মায়ের আর্তি শিশু হবে জগত সেরা
ভাঙ্গবে পাহাড়, কলুষতা করবে দূর।।


গর্ভ চিড়ে যে শিশু ভুমিষ্ঠ হলো আজই
দেখেনি সে কিছুই জগতের কী রূপ
এখানে ঘটে নর-নারীতে বিভেদ বিদ্বেষ
মানুষে মানুষে করে হানাহানি-বিদ্রুপ।।


নবজাতক কাঁদে, হাসে সব লোকে
এসো একবার ওর সাথেও কাঁদি
কেঁদে কেঁদে জেগে উঠুক বিবেক
সকল শিশুর জন্য নিরাপদ ঘর বাঁধি।।


৭ জুন ২০১৭
ঢাকা, বাংলাদেশ।