সব দিন হোক নর ও নারীর
বৃষ্টি রানী
.................
আজ সারাদিন সভা সমাবেশ, মিছিলে উত্তাল রাজপথ
নারীকে নাকি দেবে সম্মান, সকলে করছে শপথ ।।
যেই নারীটি রাতভর দিন, সংসারে খেটে মরে
তার কথা কি বলছে তারা, শব্দে আর অক্ষরে !!


নারী বলে সংসারে যার, পূর্ণ হয়না সাধ
আজ কি হবে ফুরাবে ক্লান্তি, ঘৃণা আর অপবাদ !!
যার আদরে সকলে ঘুমাই, রাত জাগে যে আখি
আজকে তারে মন ভরাতে, ডাকবে কি কোন পাখি !!


নারী হল সংসার বতী, গভীর মায়ার আধার
তার মনেতে আশার আলো, জ্বালাবে কে এবার !!
আজকে দেখ বাজছে সভায়, বজ্র কণ্ঠের ধ্বনি
কেউ তো এসে দুঃখি মেয়ের, মুছেনি চোখের পানি ।।


সভা সমাবেশ ছেড়ে এস, সেই মেয়েটির ঘরে
সংসারে যার নিত্য দাহে, অন্তর দেহ পুড়ে ।।
নারী অধিকার করতে দাবী, নেমেছ পথে যারা
নিজের ঘরেই হয়তো কেউ, নিরবে কাঁদে সারা !!


একদিন শুধু নারীর জন্য, বাকী সবদিন তোমার ?
সবদিন হোক নর ও নারীর, অঙ্গিকার হোক এবার ।।


৮ মার্চ ২০১৭।