সংহতি
==============
রক্তের গন্ধে গাজার উপতক্যায় নাচে হায়েনার দল
এত মৃত্যু, এত রক্ত, মানুষের চোখ করে ছলছল্ ।।
বাতাসের ঘুর্ণি অবিরাম ধেয়ে চলে মৃত্যুর চিৎকারে
দখলদারীর দৈরাত্ব চলে, অমানুষ বাঁচে অহংকারে ।।


বুদ্ধিদীপ্তি মুছে যায়, নামে ঘোর তমস্যা আকস্মাৎ
মানুষের রক্তেই রেঙ্গে উঠে বর্বরতার কালো হাত ।।
যুদ্ধপ্রিয় বিবাদকারী আজ, সংঘাত ঘটায় অকারণ
আসমান জমিন কেঁদে উঠে, মানবতার দেখে স্খলন।।


ক্ষুব্ধ মৃত রক্ত, আড়ালে দাঁড়িয়ে চেয়ে রয় জনতা
আজ কেবলই নীর্বাক নিশ্চুপ, দ্বীধাহীন সভ্যতা ।।
অকাতরে চলে হিংস্র দানবের সুসংগঠিত হত্যা সাধন
বিবর্ণ হয় অধ্যুসিত পতাকা, দীর্ঘশ্বাস করে নির্গমন।।


মানুষের রূপ ধরে প্রেতছায়া ঘোরে, বিধ্বংস জমিনে
কত রক্ত ঝরলে, মিটবে সাধ অধমের হৃদয় গহীনে !!
যুদ্ধার হাতে বিগ্রহের আদেশ দেয়, রাজা, অধিপতি
নির্দোষির সর্বাঙ্গে রক্ত ঝরায়, করে স্বদেশের ক্ষতি ।।


সকল জাতিই হোক স্বাধীন, নাইবা থাকুক নির্ধন
ভেঙ্গে যাক হত্যার যজ্ঞ, জাগুক মানবতার বোধন ।।
থামুন রক্তের বন্যা, থামুক অহিংসা পরিতাপ
নইলে যুদ্ধবাজ অধিপতির লাগবে রক্তের অভিশাপ।।


নিভে যাক ক্ষোভিত আগুনের লাভা, হোক পরিত্রাণ
পৃথিবী জুড়ে একই কণ্ঠে বাজুক সম্য প্রীতির গান ।।
নিপীড়িত মানুষের পাশে দাঁড়াই, জানাই সংহতি
হোক সকলে সোচ্চার, হোক অঙ্গীকার-
থাকুক মানুষে মানুষে প্রেম-প্রীতি ।।


২৭ মে, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।