ক্ষুদ্র জীবন লয়ে বেঁচে আছি বেশ
নিত্য অভাব থাকে হাত দুটি ধরে
তবুও ভাবিনা কভু দীন হীন আমি
জননীর হাসি মুখ সুধা দেয় ভরে ।।


মায়া মমতায় যেন ঘর ভরা ধন
অন্ন- বস্ত্রের কোনো নাই বিলাসিতা
ছোট ছোট স্বপ্ন দেখি রোজ মনে
পূর্ণ হয় কর্মে, কভু ভাগ্যবিধাতা।।


নররূপে জন্মেছি নই আমি পশু
সৃষ্টির ঋণ কাধে বইছি সদাই
নিজগুণে বিরাজিবে এই পরিচয়
মানুষ হয়েই যেন বাঁচিবারে পাই ।।


যতই অভাব থাক রবো অবিচল
সদ্ভাব সংহতি থাক হৃদে ভরে
ক্ষুদ্র জীবন যেন হয় মহামানী
দম্ভ ও দুর্মতি পরিহার করে ।।


রাত জাগে রাঙিয়ে সূর্য আলোক
সংসার ধরণী ভরি তাঁর গীতে
কেটে যাক আধারের ‍হৃদকম্পন
সুদূরের দৃষ্টি থাক আঁখিপাতে ।।


সংসার হোক সদা স্বর্গের রূপ
মাতৃস্নেহে শিশু হোক বলবান
সন্তাপ নাই থাক ক্ষুদ্র এ মনে
অতিসুখ মোহ যা হোক অবসান।।


১৩ জুন, ২০১৭
ঢাকা,