শ্রী মুখ
======
দেখি নাই ঐ রূপখানি তবুও
কী মোহে মজে এই মন
হাজারো মুখে, অচেনা মুখটি
ভেসে রয় সারাক্ষন।।


হয়তো তুমি সূর্যেরই মত
কভু ভাবি নীল আকাশ
কী যেনো নাম বাতাসে ভাসে
আসে যায় বুকে শ্বাস ।।


মনে মনে ভাবি দেবতা তুমি
মিশে রও অনুভবে
তোমার নামে সাজাই অঞ্জলী
সকাল সন্ধ্যা যবে ।।


কি রূপে হেথায় বেড়াও ঘুরে
লুকিয়ে লোকে লোকে
যেভাবে ই তুমি আছ না কেন
চিনে লবো ঠিক দেখে ।।


পথে প্রান্তরে পথিক ভেবে
ডেকে নেবো সাথে সাথে
ফেরাবে কি করে মুখখানি বলো
যদি ছুঁতে চাই হাতে ।।


সুন্দর তুমি লভিতে যে চাই
শ্রী মুখের ঐ দরশন
কত সাধনায় আমার এ ভবে
ফেলবে তোমার এ চরণ ।।


২১ জুলাই, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।