সুস্থ জীবন চাই সকলে
বুক ভরে চাই শুদ্ধ বাতাস
বৃক্ষরোপন করবো সবাই
সবুজ ছায়ায় করবো বাস।।
গাড়ির ধোঁয়া ছাড়াচ্ছে বিষ
আবর্জনায় বাড়ছে ক্লেশ
দূষণ রোধে রুখে দাঁড়াই
সচল রাখি এই পরিবেশ ।।
তাপদাহে পুড়ছে জমি
গলছে বরফ, বইছে বান
এই ধরণীর আমরা সেবক
আমরাই করি পরিত্রান।।
মারবো না কেউ বনের পশু
পতিত জমি করবো চাষ
চারণভূমির ফুল ফসলে
ভরবে উঠান বারোমাস ।।
ক্ষতিকারক দ্রব্য যত
ব্যবহার নয়, করি বর্জন
বাঁচুক প্রানি বৃক্ষ রাজি
নদীর পানি থাক্ বিশোধন।।
ময়লা কিংবা আবর্জনা
ফেলবো না কেউ যথাতথা
সঠিকভাবে মানবো সবাই
সুস্থ থাকার নীতিকথা ।।