তোমার কবিতা
========
আমি চুপ থাকতে পারিনা..
বারবার ছুটে আসি কাছে
তোমার নতুন কবিতার খোঁজে;
সকল আসর সরব শব্দের উচ্ছ্বাসে
আমার মত আর কে আছে বলো
যে তোমার কবিতার অর্থ বোঝে !!!!


আমিই কেবল
জানি তোমার কবিতার সারগর্ভ কথা;
জানি প্রতিটি শব্দের গভীরে
লুকানো গোপন ব্যকুলতা!!


সে আমায় ভাসায় ভাবনার গভীর সমুদ্রে
পরিয়ে দেয় গলে নীল পদ্মহার;
সাজায় নিগূঢ় শৈল্পিক অলংকারে
জেগে ওঠে বুকে বোধের অহংকার ।।


তোমার কাব্যে মহান প্রণয়ে
মজে ওঠে মনপ্রান;
সে কেবলই নয় শব্দের গুঞ্জন
সে তোমার আত্নিক আহ্বান ।।


কখনো তোমার কবিতারা আঁচল ভরে
নেচে ওঠে হাসি খেলায়;
কখনো রোদে তৃপ্ত ছায়া ফেলে আঙ্গিনায়
কখনো বাদল হয়ে ঝরে সাঁঝের বেলায় ।।


তোমার কবিতা অবিরত যেনো
আমারই কথা কয় ;
আমি ছুটে আসি, ভুলে যাই লাজ
না জানি কোনো ভয় ।।


এ যে মহামন্ত্র, মনে মনে জপি অবিরত
তোমার কবিতা মুছে দেয়
হৃদয়ের ব্যথার সকল ক্ষত ।।


আমি কেবলই থাকি অধীর, হই বিমুগ্ধ
বয়ে যায় চোখে সুখের জলপ্রপাত ;
তোমার কবিতা সূর্যের মতই
আমার জীবনে ঘটায়
আবহমান আলোর সম্পাত ।।


৭ জুলাই, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।