আমি মেঘের সাথে মেঘ হতে চাই
ছুঁতে  চাই আকাশের নীল
তুমি  ঐ আকাশে উড়ন্ত বলাকা
তোমাতেই খুঁজে পাই জীবনের মিল ।


কুয়াশার সাথে সাথে মিশে রই ভোরে
সোনারোদ হয়ে তুমি বাঁধো বাহুডোরে
একসাথে যুগে যুগে থাকি অনাবিল
তোমাতেই খুঁজে পাই জীবনের মিল ।।


রাত হয়ে নিঝুম, কপোলে দিয়ে চুম
বলে যাও কানে কানে স্বপ্নের কথা
জেগে জেগে অকারণে চেয়ে দেখি আসমান
মেঘে মেঘে লেখা আমার বিরহগাথা ।।


বাতাসের টানে ভেসে যতদূরে যাও
ফিরে ফিরে এই তীরে বাঁধো এসে নাও
তুমি আমি মেঘ হই,  বৃষ্টির ঝিলমিল
তোমাতেই খুঁজে পাই জীবনের মিল ।।