উন্মাদ বালক
=========
রাস্তায় পড়ে থাকা সুবর্ণ বালক
এখন সে এতটাই বিবস্র উন্মাদ;
কে তোমায় পরালো কণ্টক শিরে
পেতেছে বৈরী প্রেমের ফাঁদ !!


ধোঁয়ায় আচ্ছন্ন প্রদীপের শিখা
উন্নত ললাটে বিক্ষিপ্ত অহমিকা;
ভাঙ্গা সিড়িতে প্রবঞ্চনার হাতছানি
স্বপ্নের কুঠরিতে অন্ধ যবনিকা ।।


মন্থর হাওয়ায় ভাসাও নিজেরে
তুমি পথভোলা নিরন্ন পান্থ;
মুখশ্রী কদাকার উদর বুভুক্ষা
নেশায় আসক্ত তুমি উদভ্রান্ত ।।


মুছে ফেল শরীরভেজা দুর্গন্ধ
আছে উন্মোক্ত আকাশ স্নিগ্ধ তরুতল;
হইও না বিবর্ণ, ছাড়ো লিপ্সা
এসো উন্মাদ বালক, ভাঙ্গ শিকল ।।


দেখ সূর্য সংকেত, হোক পুণ্যস্নান
ফিরে আসুক সৌন্দর্য, চেতন;
ছাড়ো কুমন্ত্র, হও উৎকৃষ্ট
ঝেড়ে ফেলো এই ধূলিমাখা বসন ।।


(ফার্মগেট অভারব্রীজে পড়ে থাকা উন্মাদ যুবকটির উদ্দেশ্যে আমার এই লেখা)
২৪ জানুয়ারি, ২০১৮
ঢাকা, বাংলাদেশ