এখনও বর্ষায় কদম ফোটে,
জ্যোৎস্নার আলোয় আঁধার কাটে।


হিমু হলুদ পাঞ্জাবি পরে,
খালি পায়ে হাটে রাস্তা ধরে।
মুখে এলোমেলো দাড়ি,
মেসে রয়েছে পড়ি।
আজও সে স্পষ্ট বলে,
আজও সে সঙ্গিহীন চলে।
জ্যোৎস্না দেখতে যায় চলে,
নিরালায় কোনো বাঁশঝাড় তলে।
মাঝে-মাঝে এখনো যায়,
বোটানিক্যাল আর চন্দ্রিমায়।
এখনও নির্লোভ নির্লিপ্ত সে,
সাধারণের সাথে আছে মিশে।
মহাপুরুষের প্রতীক বানিয়ে,
সকলের সাথে দিয়েছ মিশিয়ে।


তীঘ্ন দৃষ্টি রহস্য নিয়ে,
মিশির আলী আছে চেয়ে।
যুক্তি আর বাস্তবতা,
এখনও অটুট রয়েছে তা।


রূপা আজও নীল শাড়ি পরে,
এলোচুলে থাকে ছাদে দাঁড়িয়ে।


বাকের ভাইয়ের মুক্তির দাবিতে,
লাখো জনতা ঢাকার রাজপথে।


এরা এসেছে তোমার হাত ধরে,
আমাদের এই সাহিত্য ভাণ্ডারে।
তুমি নেই আজ আমাদের পাশে,
ভাসছে জয়গান আকাশে বাতাসে।
কিভাবে করবো তোমার শূন্যপূরণ,
হৃদয়ে আছো মিশে প্রিয় হুমায়ূন।


উৎসর্গঃ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ'কে।


প্রথম প্রকাশঃ
দৈনিক চাঁদপুর কণ্ঠ
১৩ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ