রঙিন স্বপ্নগুলো ভেসে বেড়ায়
নীল আকাশে ডানা মেলে, মুক্ত মনে
দিগন্ত থেকে দূর দিগন্তে
অচেনা ভুবনে মেঘের ছায়ায়।


ধরা দেয় না চাতক মনে
হারিয়ে যায় চেতনার আগে
সর্বদা চলে লুকোচুরি খেলা
আসে যায় অগোচরে।


পদচিহ্ন পড়ে না
ধূলার-ধূসর মরুর বুকে
গ্রীষ্মে দক্ষিণা হাওয়া হয়ে।


স্বপ্নেই তার সলিল সমাধি,
রেখে যায় শুধু না পাওয়ার যন্ত্রণা
অতৃপ্ত সুখের আবেশ।