কে বলে, আমি নেই তোমার পাশে
ঐতো তারা হয়ে আছি আকাশে
জ্যোতির্ময় জ্যোৎস্না রাতে
সোনালি উষার আলোয় প্রভাতে।


রাতের কালো নিস্তব্ধতায়
আছি তোমার ব্যাকুলতায়
নীল আকাশে সাদা মেঘে
জমানো শত অনুরাগে।


আছি মিশে কাঁশফুলে
সিক্ত বহমান নদীর কূলে
ঘাসের বুকে শীতের শিশিরে
সাঁঝের বেলা পাখির নীড়ে।


গ্রীষ্মের ক্লান্ত অলস দুপুরে
হাজার গল্প-কবিতার ভিড়ে
আছি সুখ বসন্ত কালে
ফাগুনের রক্তিম কৃষ্ণচূড়ার ডালে।


উৎসর্গঃ যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি।