সমুদ্রের বেলাভূমিতে আনমনে একাকী
আকাশে চেয়ে হাঁটছি।
সাদা চিকচিকে স্বচ্ছ বালি
পাশে উত্তাল সাগরের ঢেউ।
শুধু চলছি,
কত সুন্দর এ প্রকৃতি!
হঠাৎ পা থেমে গেলো,
কখন যে চোরাবালিতে পড়েছি, জানি না।
বুঝে উঠার আগেই তলিয়ে যাচ্ছি
গভীর থেকে আরও গভীরে
ক্রমান্বয়ে রূপ নিলো অন্ধকারে
যার শেষ জানা নেই।
ক্ষণিকের এ অসাবধানতায় ক্রমে মহাকালে।