প্রেম


মৃন্ময়


আজ সায়াহ্নে আকাশ রাঙিলো,
কাজল নয়না হরিণী চাহিলো,
প্রেম যেন এসে বাঁধিল ছড়া,
কল্পনাতে তোমায় পড়া।


গোধূলির আলো বাসিলো যে ভালো,
তোমাকে স্মরিয়া জাগিলো যে আলো
আমার এ ভুবন মাঝে।
         মুদিত নয়নে, উদাস মননে,
         স্মরিয়াছে যবে তোমায় যতনে,
         কোথা হতে জানি প্রেমসুর তব বাজে।


সাঁঝের আঁধারে ছাতিম সুবাসে
মাতোয়ারা মন তোমায় খুঁজিছে।
দাও ধরা তবে এই ক্ষণে প্রিয়া,
মন মন্দিরে আজ প্রেম যে রচিছে।


অস্তরাগের লালিমার লাল,
সিঁথির পথেতে পড়িছে ঝরিয়া,
বিহঙ্গদল ফিরিছে কুলায়,
দিক ভুলে ধায় তোমায় দেখিয়া।


মৃদু সমীরণে কালো কুন্তলরাশি
আসিছে নামিয়া ঝর্ণার সম।
গোধূলি আলোয় রূপের বন্যা,
ভাসাইয়া লয় হৃদয় যে মম।


ললাট জুড়িয়া উদিত সূর্য,
কেশবৃত কানের বালা -
দুলিছে ছন্দে বাতায়ন পাশে
সুবাস বিলায় গলের মালা।


আলতো বাতাসে উড়িছে আঁচল
যেমন দুলিছে কাশের ও বন।
করিবে ঘায়েল আমার হৃদয়,
রাঙা পায়ের নুপুরের পন।


দাও ধরা প্রিয়া অন্তর মাঝে-
প্রসারিত হাত তোমায় খুঁজিছে,
শরতের এই আঁধারী আলোয়,
মাতাল এ প্রেম তোমায় স্মরিছে।