অনামিক
_____________________________


ব্যস্ততা রোজ গ্রাস করছে তোমায়-
দিনে দিনে উদাসীন তুমি আরও,
আমি তো শুধু কবির মতোই কিছু;
দু এক লেখায় মন ভরে না কারও।


গণিতটা ঠিক হয়না আমার দ্বারা-
সাহিত্যতেই পেলাম প্রেমের বুলি,
তোমরা তো শিল্পী অনেক বড়ো;
আমার যে নেই একটাও রঙ-তুলি!


তুমি শুনলাম ফার্স্ট হয়েছ ক্লাসে?
আমি তো সেই শেষ খাতাতেই থাকি-
তোমরা যখন একমনে ক্লাস কর,
আমি তখন দিচ্ছি শুধুই ফাঁকি।


তোমরা নাকি সেলফি তোলো খুব?
আমায় দেখে সব ক্যামেরাই হাসে,
একশোখানা চেষ্টা করেও দেখি -
সব ছবিতেই মুখটা ঝাপসা আসে।


থেকে থেকে তুমি সুন্দরী হও আরও-
ঠিক বৃষ্টি যেমন প্রখর জৈষ্ঠ্য মাসে,
আমার শুধুই অখদ্যে এক রূপ-
মানুষ ভেবে কেউ আসেনা পাশে।


না হয় তুমি অনেক বড় হলে---
ঐ মস্ত বড় অট্টালিকার মতো;
আমি না হয় অট্টালিকার নীচেই-
দেখব চেয়ে তোমার স্বপ্ন যত---!
_____________________________
                       - শুভদীপ চক্রবর্তী