কল্পতরু
      -- শুভদীপ চক্রবর্তী
______________________


উঁকি দিয়ে শেষবার উত্থান পতনে-
বীজখানি রোপেছিলে মনগড়া যতনে;
বৃদ্ধিতো সীমাহীন বয়স বা দিঘেতে -
হিসেবেও গড়মিল ছোট্ট সে বিঘেতে।


একদিন সন্ধ্যেতে মাথা তুলে দাঁড়াতেই
বিরুৎ সে কম্পিত গতিমান নাড়াতেই,
আধো ঘুমে দেখেছিলে সন্তত যোদ্ধারে
তিন মাস বয়ে গেল সংজ্ঞাটি উদ্ধারে।


দিনে দিনে জল আর আশা এক স্বপ্নিল-
বসন্তে অভিলাষী সবুজ আর ঝিলমিল
পরিণতি পেল যবে গুল্মে সে রাতারাত:
শুনেছিলে জয়গান ভুলে তব জাতপাত।


শ্রাবণের বারিধারা ফল ফুল ফোঁটাতেই-
ভিখারিনি হবে তুমি মোহরস জোটাতেই,
দিনে দিনে আরও খ্যাত শূলপানি দীক্ষে-
বারো মাস সাত দিনে পরিণত বৃক্ষে ।


লাখে লাখে পাখি আর বাসা ঐ উজ্জ্বল-
নিশিরাতে নিদ্রায় মায়াবিনী কজ্জল ,
মুঠো মুঠো পাতা উড়ে করেছিল ভৃত্য;
দেখেছিলে বৃক্ষেতে তব শেষকৃত্য।


চিতাখানি জ্বলেছিল উঁচু সেই শাখাতে -
তরুরসও এসেছিল ঘৃতাহুতি মাখাতে ;
ছাই শেষে হলে তুমি পবিত্র পরশে ,
ব্যাখ্যাটি পেলে খুঁজে, কল্পিত তরু সে।