সরীসৃপ
_________________


একদিন নাম না জানা পথে -
জরাজীর্ণ জগন্নাথের রথে
সমাজটাকে ধাক্কা দিয়ে ঠেলে
দৌঁড়ে যাব একটু সুযোগ পেলে।


সামনে আসুক মস্ত গরুর পাল-
জাপটে ধরুক জটিল ইন্দ্রজাল
উঠব গিয়ে সবুজ ঘেরা দ্বীপে -
পরিণত হব সরীসৃপে ।


সকাল বিকেল আত্মঘাতী গুলি
লাল রঙেতেই চপচপে সব তুলি
কপালে এক কুজ্ঝটিকার টিপ-
আমি সরীসৃপ ।


জটিলতর রাজনৈতিক পাশা ;
ভাবিয়ে তোলা মিথ্যে গুলো খাসা
অন্ধকারের আত্মহনন ক্ষত -
ঠিক যেন সরীসৃপের মতো ।


নিত্যদিনি সিট দখলের খেলা-
টাকার জোরেই অতিক্রান্ত বেলা;
দিচ্ছে সবাই কালসীমানায় ডুব-
সরীসৃপ রং বদলায় খুব ।


নারীশক্তির শক্তি হারায় রোজ -
মিডিয়ায় সব উচ্ছিষ্টের খোঁজ ,
সমাজ যখন উঠবে খুবই ঘেমে -
সরীসৃপ ঠিক আসবে নেমে ।


----------------------------------
                শুভদীপ চক্রবর্তী