আনন্দের ফেরা
----------------------
আনন্দকে খুঁজেই পাচ্ছি না,
সকালে চায়ের কাপে
কিংবা পরোটায়।
নামতে নামতে সিঁড়ির ধাপে
দরজার নকশায়।


গেট পার হয়ে
পরিষ্কার  রাস্তায়
মোড়ের কাছের
দোকানের ছায়ায়
আনন্দ কোথাও  নেই।


সারাদিন ব্যস্ততায়
কাজের ফাঁকে আড্ডায়
চায়ের জলযোগে
কিংবা নাশতায়
এখানেও  আনন্দ নেই।


হ্যালো, " কোথায়?
"আমি আসছি বাসায়।"
এবার আনন্দকে
দেখা গেল রাস্তায়
সিঁড়িতে দরজায়
ফিরবার তাড়াহুড়ায়।
আনন্দ ফিরেছে
ফিরেছে  বাড়িতেই।