বসন্ত তো আসেই, তাতে কি?
---------------------------------------


বসন্ত তো আসেই, তাতে কি?
আমার তো চিরকাল শীতকাল।
আমার পাতারা শুকনাই বারমাস।
বাগানে ফুল ফোটার আকাল,
আমার মাঠে সতত হলুদ ঘাস,
আমার তো চিরকাল শীতকাল।


উড়াল আকাশ আর পাখি, তাতে কি?
সদা এই আমি দুঃখ পুকুরের হাঁস।
আকাশের হরেক রং বদলায়,
রং বদলায়,রুপ বদলায়,বদলায় কত কি!
আমার তো সবসময় মেঘলা আকাশ।


বসন্ত বাতাস বয়ে যায়,তাতে কি?
আমার শরীর ছুয়ে থাকে হিম বাতাস।
ফুলের হরেক রং আসে,তাতে কি?
আমার বাগান ফুল বিহীন চারপাশ।
আমার নেই ঋতু কিংবা কাল
আমার তো চিরকাল শীতকাল।