বিধি সহায়
----------------
তুমি আমাকে ভাঙতে পার
কাটতে পার শত টুকরায়,
আগুন শিখায় পুড়তে পার
উড়িয়ে ছাই পুবের হাওয়ায়।


জলে ভাসিয়ে দিতে পার
কিংবা মিশিয়ে  মাটি কাদায়,
আমার শিকড় তুলতে পার
সাজিয়ে নিঃপ্রান রুক্ষ পাতায়।

তবে জেনে রেখ,বিধি সহায়
আমি জুড়ে যাব এক লহমায়।
আমার পোড়া ছাইয়ের স্তূপে
আগুন হয়ে ঝলসে যাব ঠায়।


অতল পাথারে উডডীন মাথায়
মাটির বুক চিড়ে চমকে দিবো
কান্ডের খন্ডে  আবার গজাবো
সুস্পষ্ট বৃৃক্ষের অটল মহিমায়।


আমি যে দাড়িয়ে যাবো
মাড়িয়ে তোমার কায়ায়
ছাড়িয়ে যাব তোমার সীমা
উড়ে ফিনিক্সের পাখায়।
আমার তো বিধি সহায়
কার সাধ্য আমায় হারায়।