বিজয়নামা
----------------
অধ্যাদেশ জারি হয়েছে,
তোমার আকাশে আমার ওড়া নিষেধ
তোমার নদীতে আমার সাঁতারে বারণ,
তোমার মনের অলিগলিতে ঘুরাঘুরি
সেটাও মানা অথচ নেই কোন কারন।


হয়তো  কারন একটা  আছে
হতে পারে আমাকে নিয়ে তোমার ভয়।
তোমার ভয় যদি কোনভাবে তোমার
সাথে এই অধম আমার ভালোবাসা হয়।


ভয়েই আমার উপর একশ চুয়াল্লিশ ধারা
সেই ভয়েই অধিকারের হাতে হাতকড়া।
তোমার  মনের রাস্তা অলিগলিতে
আমার সকল প্রেম সমাবেশ নিষিদ্ধ,
বিনানুমতিতে তোমার মনের ভেতর
বাহির সব জায়গায় প্রবেশ নিষেধ।
তোমাকে কবিতা লেখায় নিষেধাজ্ঞা
নিকটে  যেতেও লাগবে বিশেষ আজ্ঞা।


সংবিধানের সকল মৌলিক অধিকার
বানচাল করে দিয়ে এবার
এক জরুরি অবস্থা ঘোষণাবলে
তুমি নিজে মনের ভেতর গৃহযুদ্ধ বাঁধিয়ে দিলে।


কি লাভ হলো বলো
ভয় পাওয়া আর চাওয়া মুখর
মনের গৃহযুদ্ধে তোমাকে পরাজয় হলো।
আমি তোমাকে  দিয়েছি সাধারণ ক্ষমা,
সমস্ত মানচিত্রটুকু এঁকে,
সীমানা কাঁটাতার দরকষাকষি শেষে
পেয়েছি এক নতুন  রাজ্য লিখেছি বিজয়নামা।
আত্নসমর্পণের দলিলে হলো নিকাহ্ নামা
এবার আমি তোমাকে পেলাম
তুমি আমার সেই  তিলোত্তমা রাজ্য
তুমি আমার সেই বিজয়ী প্রেম প্রিয়তমা।