বিপ্লবী না প্রেমিক
------------------------------------


আমি বিদ্রোহী ছিলাম
হাতের আঙুলে সিগারেটের
লাল আগুন এত জ্বলতো, তার দিন ক্ষন নেই মাপা,
লম্বা চুল, গাল ভর্তি দাড়ি নিয়ে ছিলাম  পাগলা খ্যাপা।


আমি বিপ্লবী ছিলাম
তেজী কণ্ঠে গর্জে উঠেছি
ইনকিলাব জিন্দাবাদ,পুঁজিবাদ নিপাত যাক
মার্কস লেনিন আগুনে  শ্রেণীবিরোধ পুড়ে খাক।


যেদিন আমি প্রেমিক হলাম
হাতে এল লাল গোলাপ
বদল এল, ছাঁটা চুল শোভিত পরিষ্কার মুখ
নরম হয়ে গেল কণ্ঠ, নিচে রইল প্রেমিক বুক।


আমি আশিক হলাম
শ্লোগান হয়ে গেল প্রেমের  ফিসফাস
কোথায় রইল মার্কস, লেনিন হলো ফিকে
শ্রেনীশত্রু কোথায়, এত প্রেম শত্রু চারদিকে!


অতঃপর, তোমার বিয়ের পর
সেই প্রেমিক আমি আবার বিপ্লবী
আবারও সেই লাল আগুন আঙ্গুলে
সেই অযত্ন গাল দাড়ি গোঁফের  জঙ্গলে।


এবার আমি বিপ্লবী
আমার সংগ্রাম প্রেমিক আমার বিরুদ্ধে
উপড়ে ফেলব ভালোবাসার পুঁজিবাদের শিকড়
বিত্তের কাছে হেরে যাওয়া প্রেমের বিরুদ্ধাচার অষ্টপ্রহর।