বিষ
----------
আমি এক  পুরোনো বিষ
এই মেলায় আমি দেখেছি
সকলের চোখে ভয়ের ঝলক।
তবুও কারো চোখে দেখেছি চমক
বিষের মদিরায় সেই ডুববে
আগুনে হাত বাড়াবে অকপট।

বিষ জেনেও দিবে সে ছুঁয়ে
বিষের কাছে যাবে সে রয়ে
বিষ যে বড় মনোহারি তার
কলংক নীল মৃত্যুর চেয়ে।


বিষের ভয় বিষের ভয়
ভয় কি তোমার,
বিষের ও আছে ক্ষয়।
বিষ আজ  নশ্বরী
বিষ যে ভারি অপেক্ষায় তারি
মুক্ত হবে এই আশে
দিন যায় অপেক্ষায়
বিষের পেয়ালায়
কবে সে আসে।


৮ই এপ্রিল, ২০২৩