বিস্মৃত
_______


বহুদিন কেউ আমায়
বলে নি খেতে,
দেয় নি পাতে  ভাত তুলে ।
কবে কে হাসিমুখে রেঁধেছে
আমি যে গিয়েছি ভুলে।


ক্লান্ত দুপুরেও দেয়নি  বাতাস
হাতপাখার দোলে,
জানে নাই, বোঝে নাই
এই, এত টুকুর জন্য কেমন
বাঁধা হতাম আমি তার আঁচলে।


কতদিন আমি হেঁটেছি একা
কত পূর্ণিমা চাঁদ গিয়াছে  চলে
মেঘ কিংবা তিথির আড়ালে,
চোখের কাছেই  ঘুরেছি অনেক
অথচ দেখনি পলকে চোখ তুলে।


তোমাদের এই  নগরে
তোমাদের কাছেই ছিলাম আমি,
ছিলাম নানা বেশে , কত না হালে।
তবুও জানো নাই কোন অবহেলায়
অভিমান বেলায়  গিয়েছিলাম  চলে।