বহুদূর
---------------------------
আমার বুকের কোথাও তোমার ছবি নেই,
তোমার অবয়ব, অস্তিত্ব সমস্তটা এক পুরাতন খবরের কাগজের মতো ফেলে রাখা।
হাতে নেই কবিতার খাতা
এখন থাকে  বাজারের ফর্দ, সাংসারিক হিসাবলেখা।
কবে প্রথম দেখা সেই কথা নাই মনে
ভুলেছি কবে তোমার জন্মদিন,
মাথায় কেবল ডিপিএস এর তারিখ
ক্রেডিট কার্ডের বিলের শেষ দিন।


সত্যি বলছি,
আমার বুকে ভালোবাসা নেই
আমার চোখে আলো ছড়ানো স্বপ্নেরা নেই
আমি আমায় ছেড়েছি সেই কবেই।


বিছানায় শুয়ে বই পড়া হয়না কোন ভরদুপুরে,
দেখা হয় না জ্যোৎস্না চাঁদ
ভেজা হয়না ভালোবাসা বৃষ্টি জলে।
বৃষ্টি যখন অঝোর ঝরে
বৃষ্টি পাগল আমি বৃষ্টি থামার অপেক্ষা করি।
আমি  পথে রাখি চোখ
আমায় তো যেতে হবে অনেকখানি,
যেতে হবে এসব ছেড়ে,
তোমাকে ছেড়ে নষ্ট অতীত থেকে  বহুদূরে।।