ফুলঝুরি জন্য  অভিমান
_______________________

তোমার উপেক্ষার পাশে আমার মন
একটা ফুলঝুরি পাখির বুক সমান ,
তবুও সেখানে ভালোবাসা ছিল
ছিল সেই বুক ভরা অতল অভিমান।

কবে কোন শৈশবে এক বিহন সন্ধ্যায়
ছুঁয়েছি যখন বিহঙ্গের বুক,
এক লহমায় উড়ে গেল সে
উচ্ছিষ্ট সম তুচ্ছ অবহেলায়
রেখেছে স্মৃতির পালক অপেক্ষা বেলায়।

সেই অপাংক্তেয় শৈশবে অনাদর কৈশোরে
আমি জেনে গেছি তারে,
ললাটে লেখা না সেই পাওয়ারে।
ফুলঝুরি পাখি রেখেছে পালক
তুমি রেখেছ আকীর্ণ স্মৃতি
আমি সকল নিয়েছি এই বুক সমান,
যেই বুকে ভালোবাসা ছিল
অভিমান নৈঃশব্দে পাহাড় প্রমাণ।

পাখির পালক তোমার স্মৃতি
ঝরা পাতার ধূসর পৃথিবী
সকল অনাদর উপেক্ষারে
আমি বলেছি বিদায়, বিদায় পৃথ্বী।
আমি বুক বেঁধেছি মরন পাথরে
যেই বুকে ভালোবাসা ছিল
ছিল অভিমান পাহাড় সমান।