ঘুমসুম
______

স্বপনে দেখেছি তারে
হেলানো অলস দুপুরে
ঘুমসুম হয়ে ভালে।
বলে দিও তুমি
কেউ যদি শুধায়
কেউ যদি কিছু বলে।

আমি চিনেছি যারে
ছুঁয়েছি আমি একপ্রহরে
সরিয়ে নিল এক অদৃশ্য জালে।
বলে দিও সকলে
কেউ যদি শুধায়
কেউ যদি কিছু বলে।