হারানো মানুষ
------------------------------
একটা পুরাতন ঘড়ি
এক সময়ের  প্রিয় খেলনা
হারানো চুলের কাঁটা
খুঁজে পাওয়ার মতো একদিন
আমাকে ও হয়তো খুঁজে পাওয়া যাবে।
তোমার চিঠির দেরাজে,
মেসেঞ্জারে  ইনবক্সে।
হয়তো কিছু নিঃশব্দ নিরবতা হবে
আমার জন্য।
এটা এমন সময়ে
যখন আমি বহুদূরে
আকাশের তারার মতো
আরেকটি সৌর বলয়ে।


হয়তো খুব একান্ত কিছু বলবার ছিল
যা বলা হয় নি,
জানানো হয় নি,
ভাঙার টানে যখন
গিয়েছি মোরা তলায়ে।


আমরা গিয়েছি আকাশে মিলায়ে,
নিত্যই নিরব অপেক্ষা
যখন পড়ে গোধূলিতে লুটায়ে।
যখন একা রাত চোখেরা জাগে
শুধু তারা জানে কোন মুহূর্ত মাগে।


শেষ না হওয়া কথায়
রেশ রয়ে যাওয়া সুরে,
অকালে শেষ হওয়া
এই আমি রইলাম পড়ে।
একদম ধূলায় ঢাকা পড়ে,
এক ভুলে যাওয়া নামের খামে একদিন
আমাকেও হয়তো খুঁজে পাওয়া যাবে।