হেমন্তে ফেরা
------------------------------
আমরা বসব না হয় এইখানে
সোনালী  ধানের সম্ভারে
ফুটে থাকা গন্ধরাজ, বকফুল
নেশা ধরানো কার্তিকে
ছাতিম ফুলের সুরভী সন্ধ্যায়
সাজানো মল্লিকা,শিউলি তলে
হিম ঝুরি ঝাড়ে,কামিনীর ডালে
কুয়াশা ভেজা সবুজ ঘাসে
পাকা ধানের সোনালী রঙে
এক বিকেলে ফের হেমন্তকালে।

ভেতর বাড়ির ঢেঁকির শব্দ
পিঠা পায়েসের সুবাসে
পুরোনো হিসাব ভুলে
আমাদের টুকটুক কথা হবে,
ফের কোন এক কার্তিকে হেমন্তে
একদিন না হয় বেহিসেবী রইব বসে।