ইদের বাড়ি ফেরা
-----------------------
সেহরির পর না ঘুমিয়ে
জড়িয়ে কাপড় ওঠে পড়।
ইদের ছুটি আজ, যাব বাড়ি
ওরে, উঠে পড়।


বাস  ট্রেনে ঠেলে ঠুলে
বসার জায়গা কর।
ইদের ছুটি আজ,
উঠে পর আজ
উঠে পড়।


দুহাতে ব্যাগ,কাঁধে শিশু
নৌকো স্টিমারে উঠে পড়।
ইদের ছুটি আজ যাব বাড়ি
ওরে উঠে পড়।


এত ভিড়, রাস্তায় এত ঝুঁকি
এবার,বাড়ি ফেরা হবে নাকি।
দেরি না করে উঠে পড়
বাড়ি যাব বহুদিন পর।


বাড়ির আঙিনায় মায়ের মুখ
উঠে পর নিতে সেই সুখ।
উঠে পড়  করে ত্বরা
রাতের আগে যেন হয় ফেরা।


সেহরির পর না ঘুমিয়ে
জড়িয়ে কাপড় উঠে পড়।
ইদের ছুটি আজ, যাব বাড়ি
ওরে, উঠে পড়।