কোথাও কেউ
______________


আমি শুনেছি তুমি নাকি  বেড়াতে যাবে।
বেড়াতে যাবে
নদীর কাছে,পাহাড়ের কাছে,
যাবে না হয়  ওই দূরে
দেখতে যাবে সমুদ্র ঢেউ।


তুমি বরং আমার কাছেই আসো।
আমার আছে দুঃখ নদী
আমার আছে কষ্ট পাহাড়
আমার বুকেও ওঠে সমুদ্র ঢেউ।
এতটা  কাছে আসতে পার
দেখতে পার ভেতর আমার
পার হয়ে নদী
ছুঁয়ে গিয়ে  পাহাড়
বুকের তীরে বসে দেখো
শূন্য কেমন চারদিক
নেই কোন ছায়া,নেই কোথাও কেউ।