কোথায় পাব
------------------------------------


টেমসের জলে মিসিসিপি তীরে
চোখের তৃষ্ণায় অনর্থক ঘুরে ফিরে
কোথাও নেই পদ্মা আমার
কোথাও নেই যমুনার জল
শুধু আছে বিরহ তোমার
একবুক অভিমান অটল।


প্রেইরির সমতলে আল্পসের ঢালে
গমের প্রাচুর্যে আঙুরের আবাদে
সোনালী ধানের শীষ নেই
নেই কলাপাতার সবুজ সেই।
কোথায় পাব পদ্মপুকুর
কোথায় পাব জলনুপূর
থাকে শুধু বিরান বন
কষ্ট পাওয়া  একলা দুপুর।


নীল চোখে স্বর্ণকেশে
তুমি ধরা দাওনি কোন বেশে
নেই চেনা শ্যামল  মুখ ঘোমটা ঢাকা
শুধু  অপেক্ষায় আমিই  একলা একা।
তোমা হতে চেয়ে থেকে তোমাদের পাশ
দূর হয়ে অসুর হয়ে ভিনদেশে আমার বাস।