কত আগুন জ্বলে
-------------------------
কত আগুন জ্বলে
ভেতরে ভেতরে
না পাওয়ার আগুন
পেয়েও হারানোর আগুন
সব ই জ্বলে নিদারুণ।


আগুন থাকে
আমাদের হাতে
আমাদের মুখে,
আমাদের মাংস
চামড়া ঢাকা বুকে।
আমরা প্রতিদিন পুড়ি
আমরাও পোড়াই
কার কোথায় কেমন জ্বলে
জানতে চাই থোড়াই।


কত আগুন জ্বলে
চোখের অগোচরে
কতভাবে পোড়ে
ভেতরে ভেতরে।
পুড়ে যায়
আমাদের মন
আমাদের শরীর
এই পোড়া নগরে।


কত আগুন জ্বলে
লেলিহান ভেতরে
তাপে সন্তাপে পোড়ে
চেনা জানা সব কিছুই,
পুড়তে চাওয়ার আর
ছাই হওয়ার বিকারে।