কবির মৃত্যু
----------------
আমাদের কবিরা মারা গেছেন।
যারা কবিতাই লিখতেন।
স্তুতিনামা নয়, কবিতা।
যে কবিতায়  প্রতিবাদ ছিল
যে কবিতায় আবেগ ছিল
যে কবিতার দহনে পুড়ে
অন্যায়ের শরীর হয়ে যেত ছাই।

চোখের কোণে বিন্দু জলে
ব্যর্থ জীবনের গল্প ভুলে
বুকের জমাট কষ্ট গলে
যে কবিতা লেখা
সেই কবিতার কবিরা নাই।
আমাদের সেই কবিরা মারা গেছেন।
যারা কবিতাই লিখতেন।


কলমের ধারে শব্দের ভারে
প্রেম দ্রোহে বাস্তব ভোলা মোহে
মানুষের দীর্ঘশ্বাস জমে
যে কবিতা লেখা
সেই কবিতার কবিরা নাই।
আমাদের সেই কবিরা মারা গেছেন।
যারা কবিতাই লিখতেন।