মুখোশের মুখ
_____________


কবে কোন উতলা হাওয়া
উড়িয়ে নিল ঘরের বাহির
স্মৃতির ছাইয়ে উড়িয়ে তারে
আমি এখন একলাই বসি
এসব লুকিয়ে সাজিয়েছি সুখ।


নক্ষত্র ঘুরে  দিন আসে,দিন যায়
ঘর বাড়ি সমাচার এইটুক
নিজের সাথে কথা হয়
ছায়ার সাথেই  হাঁটি,
আয়নায় দেখি মুখোশের মুখ।