মুখোশের শহর
_______________


এই শহরে আমার কোন বন্ধু নেই
আমার কোন ভাই নেই,
স্নেহ আঁচল নিয়ে কেউ হয়নি আমার  মা।
পূব থেকে পশ্চিম , ঈশান হয়ে নৈঋত কোণ
আমাকে বলে চলে যা,তুই চলে যা।


যে শহরে কোন মানুষ নেই, নেই কোন মুখ
শুধু দোপেয়ে জানোয়ার আর মুখোশ,
এত কোলাহলে এত ভিড়ে কেমন একা একলা।
প্রতিটি নোংরা গলি, প্রতিটি অপরিসর রাস্তা
আমাকে বলে চলে যা,তুই চলে যা।


এই শহরে কোন প্রেম নেই,নেই কোন মায়া
এগুলো এখন বেচা কেনা হয়
ভালোবাসার রমনীরা আজ বিত্ত তরলা।
তোমাদের  আঁকা চোখ,নকল পাপড়ির দৃষ্টি
আমাকে বলে চলে যা,তুই চলে যা।


কিসের আশায়, কিসের লাগি
মুখোশের  এই শহরে আমি থাকি,
স্বপ্নহীন শহরে অযথা রাত জাগি।
তৃপ্তিহীন খাবার আর নির্ঘুম নরম বিছানা
খাবারের উচ্ছিষ্ট কণা,মায়াহীন রমণীর ঘর্মাক্ত গ্রীবা
আমাকে বলে চলে যা,তুই চলে যা।