নিখুঁত শিকারী
----------------------
নিখুঁত শিকারীর মতোই মৃত্যু আসে
যেন অন্য পৃথিবীর ট্রেন।
জন্মের সময় টিকেট কেটেছিলে যার
সব দেহ রাস্তা বরাবরই লেন।


নিখুঁত শিকারীর মতোই মৃত্যু আসে
বিড়ালের পায়ের মতো শব্দহীন
ঘরে গেরস্তের বাড়ির  উঠানেই বসবাস
টানটান হয়ে ঝাঁপ দেয় একদিন।


আমরা আবার মাতি আড্ডা খেলায়
উজ্জল  আলো জ্বলে, হয় কলরব বাতাসে।
তবুও বারবার অনাহূত  দাড়ায় লোকালয়ে
সব আলো নিভিয়ে সমস্ত শব্দ থামিয়ে
নিখুঁত শিকারীর মতোই সেই মৃত্যু আসে।