অভিমানী সন্তান
----------------------
বাবার কাছে আমার অভিমান ছিলো
অভিযোগ ছিলো বিস্তর।
অনেক কথাই আমার বলার ছিলো
তবুও আমি ছিলাম নিরুত্তর।
সেই বাবা  চলে গেলেন একদিন
আমার অভিমান  অস্তিত্বহীন করে
চলে গেলেন শীতের ভোরে
অপারগ সন্তানের হাতের পরে।


আমার পুত্রের অভিমান ছিল কিনা
আমাকে জানাতে পারে নি সে।
তবে সেও বাবার মতোই চলে গেলো।
ব্যর্থ পিতার প্রতি তার অভিমান অভিযোগ
তার নীল ঠোঁটে জমা রেখে ছিলো।
আমার অভিমানি সন্তান
অপরুপ এক কাতর মুখ
জাগেনি আর
বলেনি আর
শুধু তার  অভিমানি চোখ  
মেলে আমার  বুকের ভেতরে,
হাত রেখে সে চলে গেলো,
চাঁদ ডুবে যাওয়া এক রাতে
এক অপারগ পিতার হাতে।


৭ ই এপ্রিল ২০২৩