পাথর যোদ্ধার মাতৃভূমি
--------------------------------
সুসজ্জিত কামানের সামনে
পাথর হাতে এক অকুতোভয়
পৃথিবী অবাক রয়
কি করে এমন হয়,
এক ধ্বংসস্তূপে ছাইয়ে অনড়
দাঁড়ানো, বুক চিতিয়ে এক বিস্ময়।
বিকট বিরাট গোলিয়াথের বুকে ভয়
ডেভিডের পাথরেই যদি মৃত্যু হয়।
আকসা মসজিদ, তুমি দেখো
সোনালী গম্বুজে হবে নব সূর্যোদয়।
আমি ফিনিক্স দেখিনি আমি হামাস দেখি
আমি ডেভিড দেখিনি আমি দায়েফ দেখি
দেখি অভিশপ্ত কোন দখলদারের চোখে
পঙ্গু পাথর যোদ্ধার চোখ রাঙানি।
সকল ন্যায্য মানুষের মতো জানি
আসবে সেই দিন
মাতৃভূমি স্বাধীন হবে
আসবে স্বাধীন ফিলিস্তিন।