পৌষে অভিমান
_______________


এই পউষের চাঁদ
এই হিম বাতাস
রাতের ঝরা শিশির
সমস্তটা এক গুমোট  নিরবতা
এক অলেখ ফসিল অপেক্ষা
তোমার জন্য গাঢ় অভিমানের খাতা।


কেউ দেখেনি যে লেখ
পায়নি দেখা যে চোখ
পায়নি সাড়া যে মন
সব্বাইকেই   একএক করে পাঠিয়ে দিলাম
পউষের পেলব চাঁদে
রাতের হিম বাতাসে
নিঃশব্দ  শিশিরে।
নিরবতার ভাষায়
বিজ্ঞপ্তি  দিলাম এক শুক্লপক্ষের জোছনা।
জানিয়ে দিলাম
এক হৃদয়ে জমেছে অভিমানী ব্যথা
কেন এমন হলো,
এমন তো কথা ছিল না।