প্রিয়তমাসু
----------------
প্রিয়তমাসু
কেমন আছো।পরসমাচার এই
অনেক দিন পর লিখছি তোমাকেই।
তুমি জেনে খুশি হবে যে,
এখন আমি কেমন জানি আছি বেশ
ঝাঁ চকচকে গাড়ি  চালাই,  
মাথা গোজার আছে নিটোল ফ্ল্যাট।
এখন আর আমি রাস্তায় একদম হাঁটি না
বারান্দা ব্যালকনিতে খুঁজি না কোন মুখ
না হয় বলা না হয় ছোঁয়া জোছনা দেখার সুখ।
দেখো,আমি ভালোই আছি বেশ।
আমি আর কবিতা লিখি না
পাগলামি করার সময় যে শেষ।
সময় হলে পত্র দিও জানিয়ে দিও
কেমন যায় তোমার দিন,
কেমন মিলেছে  ভালো থাকার হিসেবনিকেশ,
ইতি তোমার সেই বোকা মানুষ, গোবর গনেশ।
'অভিযাত্রিক-২০২৪'