পুরাতন ঠিকানা
-------------------------------
হাজার দিন হেঁটে গেছি
তোমার ঠিকানা লক্ষ্য করে,
কত অলি গলি পার হয়ে আসলাম।
কত ভূল রাস্তা পার হয়ে
পাইনি খুঁজে তোমার আবাস।


অনেক সাঁতরে জলের সীমায়
তোমার তীর চেনা হয় নি,
অজানার চোরা বালিতে
আমি থমকে থেমে ডুবে গেলাম
তীরে রইলো শূন্য মাস্তুল জাহাজ।


তুমি একদিন আসবে ফিরে
আসবে ছোট সেই চেনা নীড়ে।
এখন তাই  আগের ঠিকানায় আছি
সেই আগের ঠিকানা, নেই অমিল
সেই ৩৪/১, মীর মনজিল।