পউষের প্রস্থান
_____________


টুপ টুপ শিশিরের সাথে
কোন পউষের হিমরাতে
চলে যেতে  হয়ই যদি
ক্ষমা করে দিও বন্ধু
রেখ তোমার মুনাজাতে।


মেঘের আড়ালে গেছে
যে চাঁদ
তারে দেখার রইলো যে সাধ,
চলে যেতে হয়ই যদি
বিদায় না হয় দিও  বন্ধু
এঁকে রেখ মন পাতাতে।


নতুন পাতার রং সবুজে
আর না হয় পড়ল চোখ
শীত পেরিয়ে ফের বসন্তে
আর যদি না হয় দেখাটুক।
চলে যেতে হয়ই যদি
পউষের এক জানাজাতে
শামিল হইও বন্ধু  শেষ দেখাতে।


টুপ টুপ শিশিরের সাথে
কোন পউষের হিমরাতে
চলে যেতে  হয়ই যদি
ক্ষমা করে দিও বন্ধু
রেখ তোমার মুনাজাতে।